Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৩ ২২:৫৩

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল। কাজেই মেয়েদের রোল মডেলের এ প্রাপ্তি ধরে রাখতে খাটতে হবে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর এম এম আলী রোডে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) ম্যাথ অ্যান্ড সায়েন্স সামার স্কুলের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘মেয়েরা আজ কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। মনে সাহস রাখ, প্রশ্ন করে নিজের প্রতিভা বিকশিত কর এবং সামনে এগিয়ে যাও। আগামীর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। জয় তোমার হবেই। পৃথিবীকে পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হচ্ছে শিক্ষা।’

তিনি বলেন, ‘শিক্ষার মাধ্যমে আমরা উন্নতি ও অগ্রগতির সুউচ্চ সোপানে পৌঁছতে পারি। নিজেদের সমস্যা সমাধান করতে পারি। কাজেই মেয়েরা ঘরে বসে থাকতে পারে না। আধুনিক বিশ্বের নতুন নতুন জ্ঞান তাদের অর্জন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিযোগিতায় নিজেকে সামিল করে, নিজের সুপ্ত প্রতিভা বিকশিত করে অবস্থান তৈরি করতে হবে। সমাজের লিঙ্গ বৈষম্য দূর ও সর্বত্র সমতা প্রতিষ্ঠায় নিজেদেরও সামিল করতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।’

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশকে উন্নতি ও অগ্রগতির উচ্চ শিখরে নিয়ে গেছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে নারী শিক্ষায় সরকার অভূতপুর্ব সাফল্য অর্জন করেছে। বর্তমানে নারী শিক্ষার হার অনেক বেশি। এ হার ক্রমান্বয়ে বাড়ছে।’

এই সামার ক্যাম্প থেকে অর্জিত শিক্ষা নিজ নিজ সেক্টরে কাজে লাগিয়ে সমাজ পরিবর্তনে নিজের অংশগ্রহণ জোরদারের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভাইস চ্যান্সেলর রুবানা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি শিরিন আখতার, শেভরনের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক ইমরুল কবির, মানাল মোহাম্মদ, বিশ্ববিদ্যালয়েরে ডিন অব ফ্যাকাল্টি ও একাডেমিক অ্যাফেয়ার্স বীণা খুরানা, সুসানা উইলিয়ামস ও শিক্ষার্থী নিতু আক্তার। অনুষ্ঠান শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোর্স সম্পন্নকারী ৫২ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন।

২০১৯ সাল থেকে নারীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং তাদের একাডেমিক দক্ষতা বিকশিত করতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও শেভরন যৌথভাবে এ প্রোগ্রামটি পরিচালনা করছে।

সারাবাংলা/আইসি/পিটিএম

স্পিকার

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর