চলন্ত লরি থেকে কনটেইনার ছিটকে পড়ল কারের ওপর
৫ আগস্ট ২০২৩ ১৩:০৭ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ ১৫:২৯
চট্টগ্রাম ব্যুরো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি থেকে ছিটকে পড়া কনটেইনার চাপায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। তবে প্রাইভেটকারে থাকা চালকসহ পাঁচজন সামান্য আহত হলেও প্রাণে রক্ষা পেয়েছেন। এসময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল ব্যাহত হয়।
শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর সারাবাংলাকে বলেন, ‘লরি এবং প্রাইভেট কার উভয়ই ঢাকামুখী ছিল। সামনে থাকা লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কারকে ধাক্কা দেয়। লরি থেকে কনটেইনার উল্টে কারের ওপর গিয়ে পড়ে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম মিলে চাপা পড়া কারের ভেতরে থেকে পাঁচজনকে বের করে আনে। এরা সামান্য আহত হয়েছেন। চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচজনই পুরুষ।’
ওসি বেলাল আরও জানান, ফায়ার সার্ভিসের টিম লরি ও প্রাইভেটকারকে মড়াসড়কের একপাশে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গাড়ি দু’টি পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের নায়েক নূরে আলম জানান, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
সারাবাংলা/আরডি/এনএস