ইমরান খানের ৩ বছরের কারাদণ্ড, গ্রেফতার
৫ আগস্ট ২০২৩ ১৫:২৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ ১৬:০১
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খান দ্বিতীয়বারের মতো গ্রেফতার হয়েছেন। শনিবার (৫ আগস্ট) লাহোর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তোষাখানা মামলায় ইসলামাবাদের একটি আদালত ইমরান খানের বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড আদেশের পরপর তাকে গ্রেফতার করা হয়।
পিটিআই-এর পাঞ্জাব চ্যাপ্টার এক টুইটে জানিয়েছে, গ্রেফতারের পর ইমরান খানকে কোট লাখপত জেলে স্থানান্তরিত করা হচ্ছে।
তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের আইন অনুযায়ী আগামী পাঁচ বছর নির্বাচনে লড়তে পারবেন না।
২০১৯ সালে প্রধানমন্ত্রী থাকাকালে বিদেশ থেকে উপহার পাওয়া ঘড়ি রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে ২০ লাখ ডলারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। প্রধানমন্ত্রী থাকাকালে ঘড়িটি সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান তাকে উপহার দিয়েছিলেন। এছাড়া ইমরান খান শাসন ক্ষমতায় থাকার সময় আরও অন্যান্য রাষ্ট্রীয় উপহার বিক্রি করে দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
ওই মামলায় শনিবার বিচারক নির্বাচন আইনের ১৭৪ ধারায় রায় ইমরান খানের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।
এর আগে, গত ৯ মে আল-কাদির দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। এরপর ১২ মে তাকে জামিন দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট।
সারাবাংলা/আইই