সন্ত্রাসী দল বিএনপিকে মদদ দেবেন না: হানিফ
৫ আগস্ট ২০২৩ ১৮:৩৯
ঢাকা: মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটসসহ বিদেশি রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,উন্নয়ন সহযোগী হিসাবে বাংলাদেশের অনেক বিষয়ে কথা বলার সুযোগ আছে। কিন্তু দয়া করে আপনারা বিএনপির মতো প্রতিষ্ঠিত সন্ত্রাসী দলকে মদদ দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে সহায়তা করবেন না। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করার জন্য কোন মদদ দেবেন না, এটিই দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ থাকবে।
শনিবার ( ৫ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি তারেক রহমানের নেতৃত্বে চলছে। যে তারেক রহমান বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তার বিরুদ্ধে যেন কেউ কথা বলতে না পারে তার জন্য আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। আমাদের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছিল। আমাদের শীর্ষ পর্যায়ের নেতা শাহ এসএম কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টারসহ খুলনার মঞ্জরুল ইমামকে হত্যা করেছিল। আমাদের জননেত্রী শেখ হাসিনা সেই সময় বিরোধীদলীয় নেত্রী। তাকেও হত্যা করার জন্য ২০০৪ সালে ২১ শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে। একজন স্বীকৃত সন্ত্রাসী যার সঙ্গে সম্পর্ক ছিল মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে। সেই এমন একজন ব্যক্তির নেতৃত্বে এখন দলটা পরিচালিত হচ্ছে। সেই দলকে নিয়ে আপনারা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? সেই দলকে নিয়ে আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন? অবাক হয়ে যেতে হয়, দেশের মানুষ অবাক হয়ে যায়?’
হানিফ বলেন, ‘বিএনপি কয়েকদিন আগে সমাবেশ করার পরে ঢাকার প্রবেশমুখে তাদের অবরোধ করলেন। তারা সেখানে অবস্থান নিলেন। অবস্থান নিয়ে তারা কী করলেন, রাস্তাঘাট ব্লক করলেন, গাড়ি চলাচল বন্ধ করে দিলেন? আপনি যদি হরতাল আহ্বান করেন সেই ক্ষেত্রে আপনি আহ্বান করতে পারেন,বাস পরিবহন মালিক বা পরিবহন সংশ্লিষ্টদের পরিবহন বা চলাচল না করার জন্য।’
কিন্তু আপনি অবরোধ কর্মসূচি দিয়ে রাস্তা ব্লক করে একপাশে বসে থাকবেন? এটি তো কোন কর্মসূচি হতে পারে না। সেই জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন গাড়ি চলাচলের ব্যবস্থা করতে গেছে তখন তাদের ওপর হামলা করা হয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের ওপর হামলা করা হয়েছে। পুলিশ সেই সময় বাধ্য হয়েছে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে বলে দাবি করেন হানিফ।
আর সেটির জন্য আজকে মানবাধিকার সংস্থা থেকে হিউম্যান রাইটস ওয়াচ বলছেন, ‘সরকার অতিরিক্ত বলপ্রয়োগ করছে। কী চান আপনারা? কার পক্ষে কোন খেলা নিয়ে নামছেন? আপনাদের এই বক্তব্যগুলো মনে হয় যে, এই সমস্ত সন্ত্রাসী নাশকতামূলক কর্মকাণ্ডের পক্ষে নির্লজ্জ দালালি ছাড়া কিছুই নয়। জাতি আপনাদের এই সব বক্তব্যকে প্রত্যাখান করে বলে মনে করেন হানিফ।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ মহানগর নেতারা।
সারাবাংলা/এনআর/একে