বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, ৮ জনের মরদেহ উদ্ধার
৫ আগস্ট ২০২৩ ২২:৩৪
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় আট জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত চার জন। নিহত আট জনের মধ্যে তিন শিশু ও তিন নারী রয়েছেন।
শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসের কাঠি এলাকার ডহুরি খালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৩৪ জন যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে সক্ষম হয়।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কায়েস আহাম্মেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন পর্যন্ত (রাত ১০টা) আট জনের মরদেহ উদ্ধার করেছি। ঢাকা থেকেও ডুবুরি দল আসছে।’
যাত্রীরা জানান, পিকনিকের ট্রলারটি লৌহজং পদ্মা নদী থেকে ডহুরি তালতলা খার হয়ে সিরাজদিখান উপজেলার লতব্দী গ্রামের দিকে যাচ্ছিল। পথে যাত্রীবাহী ওই ট্রলারটিকে ধাক্কা দেয় একটি বাল্কহেড।
আউটশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেকান্দার বেপারী জানান, দুর্ঘটনাকবলিত ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত আট জনের লাশ পাওয়া গেছে। ৩৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, নিহতদের সবাইকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।
সারাবাংলা/পিটিএম