এস আলমের ‘আলাদিনের চেরাগ’ অনুসন্ধানের নির্দেশ
৬ আগস্ট ২০২৩ ১৩:১৪
ঢাকা: বিদেশে এস আলম গ্রুপের বিলিয়ন ডলার অর্থপাচার অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অনুসন্ধান শেষে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের এ সংক্রান্ত নিউজের বস্তুনিষ্ঠতার বিষয়ে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রোববার (৬ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।
রুলে এ বিষয়ে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আজ ‘এস আলমের আলাদিনের চেরাগ’ শিরোনামে গত ৪ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
এরপর আদালত স্বপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।
এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
গত ৪ আগস্ট ডেইলি স্টারে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ‘এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সিঙ্গাপুরে কমপক্ষে এক বিলিয়ন মার্কিন ডলারের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।’
যদিও বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তরে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে এ সংক্রান্ত কোনো অনুমতি তিনি নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/ইআ