Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকসভা সদস্যপদ ফিরে পেলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ১১:৪৯

ভারতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী লোকসভা সদস্যপদ ফিরে পেয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) সুপ্রিম কোর্ট তার সাজা স্থগিতের ৪৮ ঘণ্টার মধ্যেই হারানো পার্লামেন্ট সদস্যপদ ফিরে পেলেন রাহুল।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবির মিল নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন রাহুল গান্ধী। সেসময় রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদী হয় কেমন করে?’

বিজ্ঞাপন

ওই মন্তব্যকে আপত্তিকর দাবি করে গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। গত ২৩ মার্চ সেই মামলার রায় হয়। এতে রাহুল দোষী সাব্যস্ত হন। সাবেক কংগ্রেস সভাপতির দুই বছরের কারাদণ্ড দেন আদালত। তবে তাৎক্ষনিক তার ৩০ দিনের জামিনও মঞ্জুর করা হয়। এছাড়া উচ্চ আদালতে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ দেওয়া হয়। কিন্তু সাজাপ্রাপ্ত হওয়ায় ২৪ মার্চ লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করেন।

গত শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীর আপিলের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করেন। তবে রাহুল গান্ধীর মন্তব্যটি ভালো রুচির নয় বলেও মন্তব্য করেন আদালত। সাজা স্থগিত হওয়ায় কেরালার ওয়েনাড়ের লোকসভা সদস্য রাহুল গান্ধী আবার তার সদস্যপদ ফিরে পেলেন।

সারাবাংলা/আইই

রাহুল গান্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর