Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিবন্দি ৯ হাজার পরিবারে খাবার পাঠালেন চসিক মেয়র

সারাবাংলা ডেস্ক
৭ আগস্ট ২০২৩ ১৯:৪৫

চট্টগ্রাম ব্যুরো: টানা বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম নগরীতে পানিবন্দি নয় হাজার পরিবারের কাছে শুকনো খাবার পাঠিয়েছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

সোমবার (০৭ আগস্ট) দুপুরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে মেয়র পানিবন্দি লোকজনকে এ সহায়তা দেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ সারাবাংলাকে জানিয়েছেন, পশ্চিম বাকলিয়ার কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ৩০০ পরিবার, পূর্ব ষোলশহরের কাউন্সিলর আশরাফুল আলম বারইপাড়া এলাকার ২ হাজার পরিবার, কাউন্সিলর নুরুল আমিন মোহরা ওয়ার্ডের ৩ হাজার পরিবার, কাউন্সিলর মো. নুরুল আমিন সরাইপাড়ার ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, ডিমসহ রান্নার বিভিন্ন উপকরণ পৌঁছে দেন।

এছাড়া দক্ষিণ আগ্রাবাদের কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী ২০০ পরিবার, চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর নূর মোস্তফা টিনু ৫০০ পরিবার, চান্দগাঁওয়ে কাউন্সিলর এসরারুল হক ১ হাজার পরিবারে শুকনো খাবার ও ৫০০ পরিবারে রান্না করা খাবার বিতরণ করেন।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘রেকর্ড পরিমাণ বৃষ্টিতে নগরীর অনেক এলাকায় পানি উঠে গেছে। ঘরে মানুষ বন্দি হয়ে আছে। তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এছাড়া, পানিবন্দি ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ মানুষদের সরিয়ে নিতে কার্যক্রম চলমান আছে।’

গত বৃহস্পতিবার (০৩ আগস্ট) সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত শুরু হয়। শনিবার রাত থেকে শুরু হয় অতি ভারি বর্ষণ। আবহাওয়া অফিস অতি ভারি বর্ষণে জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি ও পাহাড়ধসের সতর্কতা জারি করে। সোমবারও দিনভর থেমে থেমে অতি ভারি বর্ষণ অব্যাহত আছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, পতেঙ্গা আবহাওয়া অফিস সোমবার (৭ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় ২১৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এসময় আমবাগান আবহাওয়া অফিস ২০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।

পতেঙ্গা আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা সারাবাংলাকে জানিয়েছেন, মঙ্গলবারও নগরীসহ আশপাশের এলাকায় অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরকে ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/আরডি/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর