Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৩ ২১:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: ভারী বর্ষণে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা আহত হয়েছেন।

সোমবার (৭ আগস্ট) বিকেল ৫ টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

মাটিচাপায় মৃতরা হলো- উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা জান্নাত আরা (২৮) ও তার মেয়ে মাহিমা আক্তার (০১)। এ ঘটনায় আহত হয়েছেন গৃহকর্তা আনোয়ার হোসেন (৩৫)।

স্থানীয়দের বরাতে অতীশ বলেন, ‘সোমবার বিকালে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে ভারী বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ি খাদের নিচে বসবাসকারী আনোয়ার ইসলামের বসত ঘরের উপর মাটি চাপা পড়ে। ওই সময় তারাও মাটির নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে সেখান থেকে মা-মেয়েকে মৃত অবস্থায় এবং গৃহকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

নিহতদের লাশ সেখানেই রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সারাবাংলা/ওএমএইচ/পিটিএম

ক্যাম্প টপ নিউজ পাহাড় ধস মৃত্যু রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর