Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের মানুষ আর বিএনপি-জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৪:২১

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘দেশের মানুষ কখনোই আর বিএনপি-জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি-জামায়াত জোট দেশকে পিছিয়ে দিতে চায়, দেশের মানুষ কখনো তাদের সেই সুযোগ দেবে না। দেশের মানুষ উন্নয়ন চায়, তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় এবং সমৃদ্ধ জীবনের স্বপ্ন দেখে; প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণের এই প্রত্যাশা পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ আগস্ট) রূপগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। গোলাকান্দাইল ইউনিয়নের ১০টি স্থানে আলাদাভাবে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে অনু‌ষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে স্বাধীনতাবিরোধীদের দোসর খুনি চক্র বাঙালি জাতির কপালে কালিমা লেপন করেছে। আজ শোককে শক্তিতে রূপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে রূপকল্প- ২০৪১ বাস্তবায়ন করে উন্নত সমৃদ্ধ এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।’

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান যেমন দেশ‌কে ভালবাস‌তেন, দে‌শের মানুষ‌কে ভালবাস‌তেন, তেম‌নি ভা‌বে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাও দেশ‌কে ভালোবা‌সেন, দে‌শের মানুষ‌কে ভালবাসেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার জন্য সারাজীবন উৎসর্গ করেছিলেন। পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা। অন্ধকারে আলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলছেন। তিনি মানুষের জীবনে আলোর সঞ্চার করেছেন।’

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থিত ছি‌লেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মেহেরসহ অনেকে।

বিজ্ঞাপন

এসব অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সারাবাংলা/এমও

দেশের মানুষ বিএনপি-জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর