অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে বায়ু দূষণ: গবেষণা
৮ আগস্ট ২০২৩ ১৪:৫৮
বায়ু দূষণের কারণে অ্যান্টিবায়োটিকের প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এটি বিশ্বব্যাপী মানব স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য হুমকি হয়ে উঠেছে। এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষণাটিতে প্রায় দুই দশক ধরে ১০০টির বেশি দেশের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, প্রতিটি মহাদেশের প্রতিটি দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। এর সঙ্গে বায়ু দূষণ যুক্ত।
গবেষণায় দেখা যায়, বায়ু দূষণ ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সংযোগ দিন দিন শক্তিশালী হচ্ছে। বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মাত্রাও বাড়ছে।
ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত নিবন্ধে বলা হয়, আমাদের বিশ্লেষণ শক্তিশালী প্রমাণ উপস্থাপন করে যে, বায়ু দূষণের ক্রমবর্ধমান মাত্রা অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বর্ধিত ঝুঁকির সঙ্গে যুক্ত। চীন এবং যুক্তরাজ্যের গবেষকরা লিখেছেন, এই বিশ্লেষণটি প্রথম দেখিয়েছে যে, কিভাবে বায়ু দূষণ বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিক প্রতিরোধকে প্রভাবিত করে।
অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বিশ্ব স্বাস্থ্যের জন্য দ্রুততম ক্রমবর্ধমান হুমকিগুলোর একটি। এটি যে কোনো দেশের যে কোনো বয়সের মানুষকে প্রভাবিত করতে পারে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণে বিশ্বব্যাপী বছরে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যু হচ্ছে।
তবে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের প্রধান কারণ এখনও এটির অপব্যবহার ও অত্যধিক ব্যবহার। সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু গবেষণায় দেখা গেছে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির এই কারণকে আরও প্রভাবিত করছে বায়ু দূষণ। তাই পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।
তবে বায়ু দূষণের কারণে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণ সম্পর্কে কোনো বৈজ্ঞানিক নতুন তথ্য তুলে ধরা হয়নি গবেষণায়। বিভিন্ন তথ্য উপাত্ত বলছে, বায়ুতে অতিক্ষুদ্র কণা পিএম২.৫ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ও প্রতিরোধী জিন থাকতে পারে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ইতোমধ্যে জনস্বাস্থ্যের জন্য একক বৃহত্তম পরিবেশগত ঝুঁকি হয়ে উঠেছে বায়ু দূষণ। দীর্ঘমেয়াদী বায়ু দূষণে হৃদরোগ, হাঁপানি ও ফুসফুসের ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগ হতে পারে। বায়ু দূষণ বিশ্বব্যাপী আয়ু হ্রাসের কারণ।
অন্যদিকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের অন্যতম উদ্বেগের একটি। মানবদেহে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় এটি কাজ করা বন্ধ করে দেয়। গবেষণায় বলা হয়েছে, বায়ু দূষণ রোধ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাত্রা হ্রাস করা সম্ভব। গবেষণায় আরও বলা হয়েছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ থেকে উদ্ভূত মৃত্যু এবং অর্থনৈতিক খরচ অনেকটাই কমানো সম্ভব।
ল্যানসেটে প্রকাশিত প্রবন্ধের লেখক চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটির অধ্যাপক হং চেন বলেন, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এবং বায়ু দূষণ বিশ্ব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। এতদিন এই দুই হুমকির মধ্যে সংযোগের স্পষ্ট চিত্র আমাদের কাছে ছিল না। তবে এখন বুঝা যাচ্ছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণের সুবিধা দ্বিগুণ হতে পারে।
সারাবাংলা/আইই