Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উঠে যাচ্ছে প্রাথমিক বৃত্তি, মূল্যায়ন বিকল্প পদ্ধতিতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ১৮:০৪

ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: প্রাথমিকে বৃত্তি বাতিলের চিন্তা করছে সরকার। পাশাপাশি ভিন্ন প্রক্রিয়ায় মেধা মূল্যায়নেরও চিন্তা করা হচ্ছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন সারাবাংলাকে বলেন, ‘বৈঠকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেক্ষেত্রে ভিন্ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হবে। তবে তার মানদণ্ড কী হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা-পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান এই কর্মকর্তা।

উল্লেখ্য, ২০০৮ সালে সর্বশেষ বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এর পরের বছর ২০০৯ সাল থেকে পিইসি পরীক্ষা চালু করে ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো।

সারাবাংলা/জেআর/পিটিএম

প্রাথমিক বৃত্তি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর