Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহত ১


১৩ মে ২০১৮ ১২:২৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসীর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ওই হামলা চালানো হয়। অবশ্য হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করেছে।

রোববার (১৩ মে) ফ্রান্সের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি বলছে, হামলাকারী ‘আল্লাহু আকবার’ ধ্বনি উচ্চারণ করে ওই হামলা চালায়।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় শিকার করেছে।

রাজধানীর একটি ব্যস্ততম এলাকায় ওই হামলার ঘটনা ঘটে। এলাকাটির ক্যাফে ও রেস্টুরেন্টে ভিড় জমায় অনেকে ।

এ ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বলেন, ‘আবারও ফ্রান্সে রক্ত ঝরল। তবে সন্ত্রাসীদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

ওই হামলাকারী স্থানীয় সময় রাত ৯টার দিকে হামলা চালায়। সে সেখানে বার ও রেস্টুরেন্টে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু অনেকেই তাকে বাঁধা দেয় এবং কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাকে গুলি করে হত্যা করে।

হামলাকারীকে পুলিশ গুলি করার আগে থামানোর চেষ্টা করেছিল। হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গ্লোরিয়া নামে এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেছে, ‘দ্রুত পুলিশ সেখানে পৌঁছায়। কী ঘটতে যাচ্ছে তা আমরা প্রথমে বুঝতে পারেনি। সবাই দ্রুত বারের দিকে যাচ্ছিলাম। বের হওয়ার সময় দেখি মেঝেতে  একজন পড়ে আছেন।’

জানাথন নামে রেস্টুরেন্টের একজন ওয়েটার এএফপিকে বলেছে, ‘আমি তার হাতে ছুঁরি দেখেছি। তাকে খুব রাগান্বিত দেখাচ্ছিল। একজন নারীকে ছুরি দিয়ে আঘাত করে সে রেস্টুরেন্টে প্রবেশের চেষ্টা করছিল। তবে শেষ পর্যন্ত সে পারেনি।’

বিজ্ঞাপন

এ ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির সন্ত্রাস বিরোধী ইউনিট ‘প্যারিস প্রসিকিউটর’স অফিস’। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কলম্ব পুলিশের পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, ঘটনায় হতাহতের নিয়েই এখন তিনি বেশি ভাবছেন। আহতদের কিভাবে সুস্থ করে তোলা যায় সে জন্য কাজ করতে হবে।

২০১৫ সালে প্যারিসে আইএসের হামলায় দুই শ ৩০ জন নিহতের পর, সন্ত্রাসী হামলার বিষয়ে ফ্রান্সের সতর্কতার মধ্যে আবার এ ধরনের ঘটনা ঘটল।

সারাবাংলা/আইএ/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর