Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাটে আরও ৮৩৮ হতদরিদ্র পাচ্ছেন জমিসহ পাকা ঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ২০:১৪

বাগেরহাট: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আরও ৮৩৮ জন হতদরিদ্র জমিসহ পাকা ঘর পাচ্ছেন। ৪র্থ পর্যায়ের ২য় ধাপে এই ঘর প্রদান করা হচ্ছে।

বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২য় ধাপের এই গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার কথা রয়েছে। এরপরেই মাঠ পর্যায়ে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করবেন জেলা ও উপজেলা প্রশাসন।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট সদর উপজেলায় ১৩১টি, ফকিরহাটে ২২০, মোল্লাহাটে ৭০, চিতলমারী ৭৮, মোরেলগঞ্জে ৭৯, শরণখোলায় ৬০, মোংলা ও রামপালে ১০০টি করে ঘর প্রদান করা হবে।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহমদ রাশেদুজ্জামান বলেন, ‘সদর উপজেলায় ক শ্রেণির ভূমিহীনদের জন্য ১৩১টি ঘর প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে এই ঘরের চাবি হস্তান্তর করা হবে।’

বাগেরহাটের জেলা প্রশাসক মোহামদ খালিদ হোসেন আরও জানান, ৪র্থ পর্যায়ের বাগেরহাট জেলায় ৮৩৮টি ঘর প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে আনুষ্ঠানিকভাবে ভূমিহীনদের মাঝে এই ঘরের চাবি হস্তান্তর করা হবে।

এর আগেও জেলায় ২ হাজার ৮২৫ জন ভূমিহীনকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে

আশ্রয়ণ প্রকল্প পাকা ঘর প্রধানমন্ত্রীর উপহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর