Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া জেলা প্রশাসনের রেকর্ড রুমে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ২১:০৪

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশকিছু নথিপত্র পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টার দিকে শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলায় বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ডিসি অফিস।

এদিকে, রেকর্ড রুমে আগুন লাগার খবর পেয়েই জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে ছুটে যান। জেলা প্রশাসক জানান, বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেকর্ড রুমের সামনের ঘরের উপরের অংশে আগুন লাগে। এতে এডিএম কোর্টের নিষ্পত্তি করা কিছু মামলার নথি পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

অন্য কোনো নথিপত্র পুড়ে গেছে কি না এবং অগ্নিকাণ্ডের কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ‘পুড়ে যাওয়া নথি বের করার পর বিস্তারিত খোঁজ নিয়ে এই কমিটি ঘোষণা করা হবে।’

সারাবাংলা/এএইচ/পিটিএম

আগুন ডিসি অফিস বগুড়া

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর