Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা বিপদে আছি, ঘুরে ফিরে সবাই এখানে আসে’

ঢাবি করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৩ ২১:৩৮

ঢাকা: ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কী বিপদে আছি! ঘুরে ফিরে সবাই শুধু এখানে আসে। নাইজারের, সোমালিয়া, সুদান বা কঙ্গোর খবরই নেই। এসব নিয়ে কারও কোনো মাথা ব্যথা নেই।’

ওবায়দুল কাদের আফসোসের সুরে বলেন, ‘আজকে রাজনীতিটা কেমন হয়ে গেছে। আদর্শ কোথায়! গণতন্ত্র কেথায়! মূল্যবোধ কোথায়! মানবাধিকার কোথায়!’

মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে ‘বাংলার মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক এই ছাত্রী সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠটির সভাপতি সাদ্দাম হোসেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি নিয়ে নিজেই অসহায়বোধ করছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সিএনএন এর একটা রিপোর্ট বলছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ যত বাড়ছে ততই তার পক্ষে জনমত বাড়ছে। যারা মানবাধিকারের প্রবক্তা, যারা আমাদের গণতন্ত্রের শিক্ষা দেয়, ছবক দেয় আমাদের গণতন্ত্র নিয়ে যারা সমালোচনা করে সে দেশের এই অবস্থা দেখে ব্যক্তিগতভাবে অসহায়বোধ করলাম।’

তিনি বলেন, ‘বিশ্ব রাজনীতিতে আজকে যারা গণতন্ত্র আর মানবাধিকারের মাতব্বর তাদের দেশে মানবাধিকারের পতাকা ভূলুণ্ঠিত কেন? যারা আমাকে ছবক দেয় তারা ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না কেন? নাইজারের চলমান সংকটের কোনো সমাধান নেই কেন?’

তিনি বলেন, ‘আমেরিকা আর ইউএনও কি পারছে সুদানের দুই প্রেসিডেন্টের কলহ বন্ধ করতে! দুষ্টু ছেলে ইসরায়েলকে তো কেউ কিছু বলছে না।’

রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যেরা অনেক অভিবাসী গোষ্ঠীকে খাবার-আশ্রয় দিচ্ছে। কিন্তু এই রোহিঙ্গাদের কী অপরাধ! জাতিসংঘ কি শুধু শেখ হাসিনার প্রশংসা করে দায়িত্ব শেষ করবে? উন্নত দেশগুলো আশ্রয়দানের জন্য শেখ হাসিনার প্রশংসা করেই দায়িত্ব শেষ করবে? বাংলাদেশ কীভাবে এই লোকগুলোকে খাওয়াবে! এদের কারণে আমাদের ইকোলজি আর ট্যুরিজমের ক্ষতি হচ্ছে। আমাদের কক্সবাজার ধ্বংসের মুখে। এখন আন্তর্জাতিক সাহায্যও কমে গেছে। এখন প্রায় আমাদের ওপরই এদের ভরণপোষণ বর্তেছে।’

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘বঙ্গমাতার শুভ জন্মদিনে আবারও একটি প্রশ্ন আমি করতে চাই। আপনার দেশনেত্রীর ছয়টা জন্মদিবস কেন? এই প্রশ্নের জবাব আমি পাইনি। আবারও কেক কাটবেন। আবারও ১৫ আগস্টে জন্মদিবস পালন করবেন। আর কত?’

সারাবাংলা/আরআইআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর