Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে মানবতাবিরোধী মামলার আসামির মুত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৩ ১১:৪৪

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দি (কেরাণীগঞ্জ) সাতক্ষীরা শ্যামনগরের মানবতা বিরোধীমামলার আসামি ফজর আলী গাজী (৭১) ঢাকা মেডিকেলে মারা গেছেন।

বুধবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা সূত্রে জানা যায়, ফজর আলী গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার বাড়ি শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে। বাবার নাম মৃত জহর গাজী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তখন কারা চিকিৎসকের পরামর্শে কারারক্ষীরা তাকে ঢাকা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/ইআ

আসামির মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর