ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে নেওয়া হবে।
বুধবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’