Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাফুফে নারী উইংয়ের চেয়ারপারসনকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট 
৯ আগস্ট ২০২৩ ১৩:০৯

ঢাকা: অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুপুর সোয়া ১২টা থেকে কমিশনের উপপরিচালক মো. ইয়াছির আরাফাত তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

কমিশন সূত্রে জানা যায়, ক্লাবসহ বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ ও ঢাকায় একাধিক ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গতকাল একই ধরনের অভিযোগে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে জিজ্ঞাসাবাদ করে কমিশন।

সারাবাংলা/এসজে/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর