Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রজ্ঞাপনের দাবিতে ঢাবিতে বিক্ষোভ


১৩ মে ২০১৮ ১২:১৫ | আপডেট: ১৩ মে ২০১৮ ১৩:১৩

।।সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: কোটা সংস্কারে প্রজ্ঞাপনের দাবিতে রোববার আবারও আন্দোলন শুরু করেছে সাধারণ ছাত্ররা। ‘আর নয় কালক্ষেপন দ্রুত চাই প্রজ্ঞাপন, আর নয় প্রহসন এবার চাই প্রজ্ঞাপন’ এসব শ্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে বিক্ষোভ করে তারা।

রোববার (১৩ মে) সকাল সোয়া ১১ টায় শুরু হয় বিক্ষোভ মিছিল। তাদের দাবি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই। কোন টালবাহানা না করে দ্রুত প্রজ্ঞাপন চাই।

এ সময় আন্দোলনকারীরা আরো বলেন, ‘অনেক সময় দেওয়া হয়েছে। আর নয়। ৩২ দিন হলেও কেন প্রজ্ঞাপন জারি হচ্ছে না তা আমরা জানি না। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

এর আগে গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর সাংবাদিকদের বলেছিলেন, বৃহস্পতিবারের মধ্যে (১০ মে) প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে সারাদেশে প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন শুরু হবে।

তিনি বলেন, ‘সরকার যখন ডেকেছে, আমরা সাড়া দিয়েছি। ৭ মে’র মধ্যে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল, কিন্তু এমনটা না হওয়ায় ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। যদি বৃহস্পতিবারের প্রজ্ঞাপন জারি না করা হয়, তাহলে আগামী রবিবার সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যখন কোটা বতিলের ঘোষণা দিয়েছিলেন, তখন আমরা তার বক্তব্যকে স্বাগত জনিয়েছি এবং আমাদের আন্দোলনকে স্থগিত করে আনন্দ মিছিল করেছি। কিন্তু তার ঘোষণার ২৭ দিন পার হয়ে গেলেও কেন আমরা প্রজ্ঞাপন পাইনি। ছাত্রদের সাথে কেনো এমন প্রহসন করা হচ্ছে?’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর