কানাডা থেকে ১ লাখ টন সার কিনছে সরকার
৯ আগস্ট ২০২৩ ১৮:০৮
ঢাকা: কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে এক লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩৪৭ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় এই সার কেনা হচ্ছে।
বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে নবম লটে ৫০ হাজার টন এমওপি সার ১৭৩ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া আরেক প্রস্তবের প্রেক্ষিতে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার একই প্রতিষ্ঠান থেকে ১০ম লটে ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৭৩ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সারাবাংলা/জিএস/এনইউ