হেরোইনসহ ধরা পড়া ২ মাদক বিক্রেতার যাবজ্জীবন
৯ আগস্ট ২০২৩ ২১:৩৫
চাঁপাইনবাবগঞ্জ: হেরোইনসহ ধরা পড়া আমিরুল ইসলাম (৩৩) ও মো. দুলাল (৩৮) নামে দুই মাদক বিক্রেতাকে যাবজজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছর কারাদন্ডের আদেশও দেওয়া হয়।
বুধবার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহাম্মদ আদীব আলী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আমিরুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীনারায়ণপুর গাজিপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ও দুলাল দশরশিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় চার্জশিটভূক্ত আসামি সদর উপজেলার সাদিকুল ইসলাম ও নাসির উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২০ সালের ৪ জুন ভোর রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ই্উনিয়নের চর ইসলামাবাদ গ্রামের পাকা সড়কের উপর র্যাবের অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার হন আমিরুল ও দুলাল। অভিযানকালে সাদিকুল ও নাসির পালিয়ে যান। পরে সাদিকুল গ্রেপ্তার হন।
এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গ্রেফতার ও পলাতক ৪ জনের নামে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন ডিএডি এনতাজুল হক। মামলার তদন্ত কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের তৎকালীন উপ-পরিদর্শক তারিফুল ইসলাম ওই ৪ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ১২ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সারাবাংলা/এমও