Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক নিয়োগের দাবিতে অনশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বশেমুরবিপ্রবি করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৩ ২৩:৪৫

বশেমুরবিপ্রবি: শিক্ষক নিয়োগের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো সমাধান না আসায় শিক্ষার্থীরা বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করে অনশনে বসেছেন।

শিক্ষার্থীরা জানান, তারা তিন বছর ধরে বিভাগে শিক্ষক সংকট ভুগছেন। বিভাগে মাত্র একজন শিক্ষক আছেন। তিনি একা পুরো বিভাগের শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তারা ভালো শিক্ষা পাচ্ছেন না।

বিজ্ঞাপন

শিক্ষক নিয়োগের জন্য উপাচার্য, শিক্ষক পরিষদ এবং শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো প্রতিকার পাননি। তাই অনশনে বসেছেন তারা।

বিশ্বদ্যালয়ের উপাচার্য বলেন, ‘শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয় হবে। শিক্ষার্থীদের দাবি যথাযথভাবে বিবেচনা করে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

সারাবাংলা/এমও

অনশন বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর