Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গভীর রাতে ইডেনের ড্রেসিং রুমে আগুন, পুড়ল খেলোয়াড়দের সরঞ্জাম

সারাবাংলা ডেস্ক
১০ আগস্ট ২০২৩ ০৮:৪০

কলকাতার ইডেন গার্ডেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ আগস্ট) গভীর রাতে ইডেনের সাজঘরে (ড্রেসিং রুম) এ আগুন লাগে। এসময় ধোঁয়ায় ঢেকে যায় চার দিক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তের পর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট-সার্কিট থেকে এ আগুন লেগেছে। বড়সড় কোনও ক্ষতি না হলেও সাজঘরের মধ্যে রাখা খেলায়াড়দের সরঞ্জাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের সাজঘর মেরামতের কাজ চলছিল। বুধবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ ধোঁয়ায় ভরে যায় সাজঘর। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দেন। সঙ্গে সঙ্গেই দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছয়। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, “শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পেছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশি ছড়াতে পারেনি।”

উল্লেখ্য, ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে বাকি ঠিক দু’মাস। বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যার মধ্যে আছে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচও। বর্তমানে চলছে সেখানকার শেষ সময়ের কাজ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু আইসিসিকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে এসেছিল আইসিসি-র প্রতিনিধি দল। ইডেনের কাজ পরিদর্শন করে ওই দল খুশিও হয়েছিল। তবে বুধবার রাতের এই দুর্ঘটনা ইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

সারাবাংলা/এনইউ

অগ্নিকাণ্ড ইডেন গার্ডেন্স কলকাতা টপ নিউজ ড্রেসিং রুম


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর