ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট
১০ আগস্ট ২০২৩ ১০:৪১
ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট। আসছে ১২ আগস্ট পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হতো। কিন্তু তার আগেই বুধবার (৯ আগস্ট) রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সুপারিশে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
পাকিস্তানের ইংরেজি ভাষার দৈনিক ডন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, পার্লামেন্ট বিলুপ্ত করায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের পথ উন্মুক্ত হয়ে গেল। কিন্তু সেই নির্বাচনে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
দুর্নীতির দায়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী মঙ্গলবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাতে ইমরানকে অযোগ্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না ৭০ বছর বয়সী এই নেতা। একই সঙ্গে খাইবার পাখতুনখোয়ার কুররাম-এক আসনের নির্বাচিত পার্লামেন্ট সদস্যের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে তাকে।
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় শরিফ সরকারেরও অবসান ঘটে। বিদায়ী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের জন্য তিন দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট। সেই সরকার ৯০ দিনের মধ্যে আগামী নির্বাচন সম্পন্ন করার কথা। তত্ত্বাবধায়ক সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিনটিতে শরিফ তার মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেন, পার্লামেন্টে একটি বিদায়ী ভাষণ দেন এবং প্রবাসী পাকিস্তানিদের দুটি বৈঠকে যোগ দেন ও ইসলামাবাদে একটি ‘অলিম্পিক ভিলেজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সারাবাংলা/এনইউ