Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলকাতা বিমানবন্দরে এক বাংলাদেশি আটক 


১৩ মে ২০১৮ ১২:৫৬

।। কলকাতা থেকে।।

কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জঙ্গি সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিমানবন্দর থানার পুলিশ।

শুক্রবার (১১ মে) দিল্লি থেকে কলকাতায় নামার পরই ওই বাংলাদেশি নাগরিককে আটক করে বিমানবন্দরের অভিবাসন দফতরের কর্মকর্তারা।

কলকাতা বিমানবন্দর সূত্র থেকে জানা গেছে, আটক ব্যক্তির নাম সাহেব আহমেদ, তাঁর বাড়ি বাংলাদেশের ব্রাহ্মনবাড়িয়ায়। শুক্রবার (১১ মে) রাতে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন সাহেব। সেখান থেকে ব্যাঙ্গালুরুর বিমান ধরার পরিকল্পনা ছিল তার। কিন্তু কলকাতা বিমানবন্দরে নামার পরই তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জেরা শুরু করে বিমানবন্দরের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।

দেখা যায় তাঁর পাসপোর্টটি বাংলাদেশি হলেও ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ভূয়া কার্ড।

সাহেব আহমেদের সাথে কোন জঙ্গি সংগঠনের যোগ আছে কি না তাও জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা।

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর