বিশ্ব গণমাধ্যমে ‘বঙ্গবন্ধু-১’
১৩ মে ২০১৮ ১৩:৩৭
।। সারাবাংলা ডেস্ক ।।
বিশ্বের ৫৭ তম দেশ হিসেবে মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট পাঠানোর ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্ব পেয়েছে। শুক্রবার (১১ মে) দিবাগত রাত বাংলাদেশ সময় ২টা ১৪ মিনিটে দেশের ইতিহাসের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপিত হয়।
বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের ঘটনায় ‘ভবিষ্যতের যাত্রী মিশনের জন্য নতুন রকেট উড়ালো স্পেসএক্স’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। সেখানে এই স্যাটেলাইটটি বহনকারী রকেটের বিশেষত্ব তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, ‘নাসার বিজ্ঞানীদের মহাকাশে যাওয়ার জন্য নির্মিত বিশেষ ধরনের রকেটের নতুন মডেল (ফ্যালকন ৯ রকেট) শুক্রবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চ প্যাড থেকে বাংলাদেশের একটি যোগাযোগ স্যাটেলাইট দিয়ে আকাশে পাঠিয়েছে স্পেসএক্স। ফ্যালকন ৯ যানের নতুন এই মিনটেড ব্লক-৫ সংস্করণে এর আগের সংস্করণ ব্লক-৪ থেকে নিরাপত্তা ও শক্তি বৃদ্ধির জন্য শতাধিক পরিবর্তন আনা হয়েছে। উড্ডয়নের কিছু সময় পর রকেটটির প্রধান স্টেজ বুস্টার প্রশান্ত মহাসাগরের ভাসমান যানে স্বয়ংক্রিয়ভাবে এসে অবতরণ করে। স্পেসএক্সের বিশেষ মডেলের এই নতুন ব্লক-৫ বুস্টার কম খরচে দ্রুত কমপক্ষে ১০ বার ব্যবহার করা যাবে এমন ডিজাইনেই তৈরি করা হয়েছে।’
বাংলাদেশের এই অর্জনে সরকার প্রধানের কৃতিত্ব দিয়ে দেশের ইতিহাসের এই বিশেষ মূহুর্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় বসে লাইভ দেখেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
‘স্পেসএক্সের উন্নত রকেট ছুঁটছে বাংলাদেশের জন্য’ শিরোনামের ভিডিও প্রতিবেদন প্রকাশ করে ইউএসএ টুডে। সেখানে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের উৎক্ষেপণের চুম্বক অংশ দেখানো হয়।
‘বাংলাদেশের স্যাটেলাইট নিয়ে আকাশে ছুঁটবে স্পেসএক্সের উন্নত রকেট’ শিরোনামের প্রতিবেদনে এবিসি লিখে, ‘ইতিহাসে প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে বেশ উল্লসিত পুরো বাংলাদেশ। এর মাধ্যমে দুর্গম অঞ্চলসমূহকে ইন্টারনেট সেবায় সংযুক্তির পাশপাশি জরুরি প্রাকৃতি দুর্যোগের মধ্যেও নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা রকতে পারবে দেশটি। খবরটিতে বাংলাদেশের অ্যাম্বাসেডর মোহাম্মদ জিয়াউদ্দীনের উদ্ধৃতি দিয়ে উৎক্ষেপণের মূহুর্তটিকে বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে রাজধানী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়া তুলে ধরা হয়। তিনি বলেন “আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য একটি অত্যন্ত আনন্দ ও গৌরবের দিন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশে আমরা বাংলাদেশের পতাকা উড়ালাম।’
এএফফি’র বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য উদ্ধৃত করা হয়। ওই প্রতিবেদনে প্রতিবেশী দেশগুলো কিভাবে এই স্যাটেলাইটের সেবা পেতে পারে সে বিষয়গুলো উল্লেখ করা হয়।
নতুন রকেটের মডেল নিয়ে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার অ্যালন মাস্কের দেয়া তথ্য গুরুত্ব পেয়েছে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে। সেখানে বাংলাদেশের স্যাটেলাইটের বৈশিষ্ট্য ও কার্যাবলি নিয়েও তথ্য উপস্থাপন করা হয়।
সিএনএনএ’র খবরে বলা হয়, স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণের পর গ্রাউন্ডে সিগন্যালও এসেছে। এটি বাংলাদেশ ছাড়াও ওই অঞ্চলে টিভি ইন্টার ও অন্যান্য টেলিকম সেবা দেবে।
এছাড়া ‘বঙ্গবন্ধু-১’ এর উৎক্ষেপণ পিবিএস, দ্যা ভার্জ, স্পেস নিউজ, সানডে এক্সপ্রেস, ফক্স নিউজ, ডেইলি মিরর, ইনভার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনলাইন পেজে লাইভ সম্প্রচারিত হয়।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি স্পেসএক্স দেশটির ফ্লোরিডার কেপ কেনাভেরাল লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এর আগে গত ৪ মে ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টারে নতুন এ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়।
গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও ফ্লোরিডার প্রতিকূল আবহাওয়াজনিত কারণে কয়েক দফা পেছানো হয়। সর্বশেষ নতুন তারিখ ১০ মে (বৃহস্পতিবার) উৎক্ষেপণের মাত্র ৪২ সেকেন্ড আগে আবারও একদিনের জন্য স্থগিত করা হয় উৎক্ষেপণ। এরপর শুক্রবার (১১ মে) দিবাগত রাত বাংলাদেশ সময় ২টা ১৪ মিনিটে বিশ্বের সকল বাংলাদেশিকে উচ্ছ্বাসে মাতিয়ে মহাকাশে উড়ে ‘বঙ্গবন্ধু-১’।
সারাবাংলা/এমআইএস