Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্যোগকবলিত এলাকায় পরীক্ষা বন্ধ থাকবে: শিক্ষামন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৩ ১৫:১২ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ ১৭:১৫

চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময় যদি কোন স্থান প্রাকৃতিক দুর্যোগকবলিত হয় শুধুমাত্র সেই স্থানে স্থানীয়ভাবে পরীক্ষা বন্ধ রাখা হবে। বাকি সারাদেশে পরীক্ষা চলবে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা বাড়লেও তাতে পাবলিক পরীক্ষা বন্ধ রাখার মত সুযোগ নেই। কিছু পরীক্ষার্থী পরীক্ষার আগে প্যানিক করে তাদের প্রস্তুতি সম্পন্ন হয়নি। তবে তাদের জন্য প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী যারা ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছেন তাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় না। যেহেতু এটি পাবলিক পরীক্ষা তাই পরীক্ষা সময়মতো নেওয়া জরুরি।’

কোভিড মহামারির কারণে অনেক পিছিয়ে পরীক্ষা নিতে হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘তাই পরীক্ষা গত বছর চেয়ে এ বছর এগিয়ে নিতে চেষ্টা করা হয়েছে এবং আগামী বছর স্বাভাবিক সময়ের যত কাছাকাছি সময়ে পরীক্ষা এগিয়ে নিয়ে আসা যায় তা চেষ্টা করা হবে।’

এসময় পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

সারাবাংলা/এমও

দুর্যোগকবলিত পরীক্ষা বন্ধ শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর