Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে তলিয়ে যাওয়া ভাই-বোনের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৩ ১৮:০৪ | আপডেট: ১১ আগস্ট ২০২৩ ১৮:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় নৌকা উল্টে পানিতে ভেসে যাওয়া আরও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে ভাই-বোন।

শুক্রবার (১১ আগস্ট) সকালে উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও উত্তর ব্রাক্ষ্মণডেঙ্গা সড়কের পাশে সানজিদা আক্তার আদিরা (৭) ও বৃহস্পতিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ভাই মোহাম্মদ শহীদুল ইসলামের (৩) লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে, জান্নাতুল ফেরদৌস (৫) নামে এক শিশুর লাশ বুধবার (৯ আগস্ট) বিকেলে দুরদুরি এলাকায় ভেসে ওঠে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করেন।

নিহত তিন শিশুই দক্ষিণ চরতি গ্রামের মো. সেলিমের ছেলে।

মোহাম্মদ আলী সারাবাংলাকে বলেন, ‘দক্ষিণ চরতি গ্রাম থেকে নৌকা নিয়ে নারী ও শিশুসহ আটজন পাশের সুঁইপাড়া গ্রামে যাচ্ছিলেন। মাঝপথে পানির স্রোতে নৌকা উল্টে যায়। এতে সবাই পানিতে পড়ে গেলেও চারজন নিজেদের রক্ষা করতে সক্ষম হন। কিন্তু তিন শিশুসহ চারজন পানির স্রোতে তলিয়ে যায়।’

‘ঘটনার পরদিন জান্নাতের লাশ পাওয়া গেলেও বাকিরা নিখোঁজ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে আব্দুর রহিম (৪৫) ও বিকেলে শহিদ এবং আজ ভোরে সানজিদার লাশ পাওয়া যায়।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত সারাবাংলাকে বলেন, ‘নৌকা উল্টে পানির স্রোতে ভেসে যাওয়া সবার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতাহাল শেষে তাদের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আইসি/একে

পানিতে মৃত্যু ভাই-বোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর