জুয়ার আসর থেকে গ্রেফতার ১০
১২ আগস্ট ২০২৩ ১৬:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে জুয়া খেলার আসর থেকে হাতেনাতে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গতকাল শুক্রবার (১১ আগস্ট) গভীর রাতে মধ্যম গোসাইলডাঙ্গার নবী কলোনী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ১০ জন হলেন— মো. সেলিম (৩৫), মো. মাহফুজ (৩১), মো. ইউসুফ (২৮), নাসির উদ্দিন (৩৫), জসিম উদ্দিন (৩৫), মো. ফরহাদ (২৭), মো. আজিজ (২৭), মো. বাবু (৩০), মো. কবির (২৮) ও সৌরভ (২৪)।
ওসি সঞ্জয় কুমার সিনহা সারাবাংলাকে জানান, গোপন সংবাদে খবর পেয়ে ওই কলোনির একটি ভবনের পাঁচ তলায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার ২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া জুয়া খেলায় ব্যবহৃত দুই বান্ডেল তাসও জব্দ করা হয়। ওই ১০ জনকে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে বলে বন্দর থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান।
সারাবাংলা/আইসি/এনএস