Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইন জুয়ায় টাকা খুইয়ে চুরি-ছিনতাই পেশা, ২ কলেজছাত্র গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ১৮:০৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অতিথিদের মোবাইল চুরির অভিযোগে দুই কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অনলাইনে জুয়া খেলায় বিনিয়োগের টাকার জন্য তারা চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ে।

শুক্রবার (১২ আগস্ট) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলশী থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতার দুজন হলেন রাশেদুল ইসলাম (২২) ও মঈন উদ্দিন ফয়সাল (১৯)। উভয়ই সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্র। রাশেদুল সম্মান তৃতীয় বর্ষের এবং ফয়সাল এবারের এইচএসসি পরীক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে জানান, শুক্রবার রাতে নগরীর টাইগারপাসে নেভী কনভেনশন হলে একটি বিয়ের অনুষ্ঠানে আসা দুই অতিথির মোবাইল চুরির অভিযোগ পায় পুলিশ। দ্রুত সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুই তরুণকে শনাক্ত করা হয়। এরপর টাইগারপাস থেকেই রাশেদুল এবং ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওসি বলেন, ‘দুই তরুণ ওয়ান এক্স বেট নামে একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে জড়িত। সেখানে অ্যাকাউন্ট খুলে তারা বিকাশ ও নগদের মাধ্যমে টাকা বিনিয়োগ শুরু করে। দ্বিগুণ লাভের আশায় বিনিয়োগ করতে গিয়ে একসময় টাকাপয়সা হারিয়ে ফেলে। একপর্যায়ে তারা চুরি-ছিনতাইয়ের পরিকল্পনা করে।’

‘নেভী কনভেনশন হলে বিয়ের অনুষ্ঠানে দুই তরুণও দাওয়াত খেতে যায়। অতিথিদের মধ্যে কেউ কেউ মোবাইলে ছবি তোলার সময় তারা যেচে গিয়ে সেটি তুলে দেওয়ার আগ্রহ প্রকাশ করে। মোবাইল হাতে দেওয়ার পর তারা দ্রুত সরে পড়ে। বেশি অতিথি সমাগমের কারণে তাদের আর পাওয়া যায়নি। পরবর্তীতে দুটি মোবাইল চুরির ঘটনায় থানায় পৃথক অভিযোগ আসে।’

বিজ্ঞাপন

দুই মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে শনিবার দুপুরে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি সন্তোষ কুমার চাকমা জানান।

সারাবাংলা/আরডি/একে

চুরি-ছিনতাই মোবাইল চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর