Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় র‌্যালি, স্মৃতিসৌধ-শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি বিএসপি’র

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ২১:৩৯

ঢাকা: নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ায় ঢাকায় র‌্যালি, মোটর শোভাযাত্রা এবং জাতীয় স্মৃতিসৌধ-কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শহিদ মুক্তিযোদ্ধা ও ভাষা শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

শনিবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর প্রেসক্লাবের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে পর্যায়ক্রমে এসব কর্মসূচি পালন করে বিএসপি।

বিজ্ঞাপন

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএসপির চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। আমাদেরকে কে চিনল আর কে চিনল না, তাতে আমাদের কিছু যায় আসে না। ২০১৯ এর ১১ জানুয়ারি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) গঠনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের মূলধারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় সহস্রাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাহলে তাকে জাগানো যায় না। আমাদের বিষয়ে কেউ জানতে না পারলে এটা তার ব্যর্থতা; আমাদের নয়।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের আরপিওতে কোথাও লেখা নাই একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে দেশের আঠারো কোটি মানুষ সেই দলকে চিনতে হবে। বাংলাদেশ সুপ্রিম পার্টির ৩৫টির ওপরে জেলা ও দুই শতাধিক উপজেলা/থানায় কার্যক্রম থাকলেও নির্বাচন কমিশনে ২৫টি জেলা ও ১১০টি উপজেলা/থানার যাবতীয় প্রমাণ দাখিল করা হয়েছে।’

ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী বলেন, ‘বাংলাদেশের বর্তমান বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে জাতীয় সংলাপের বিকল্প নেই। সংলাপ আয়োজনে সরকারকেই এগিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

সমাবেশে অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আল আযহারী ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শায়খ আজমাঈন আসরারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএসপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক আকন্দ, মুফতী গোলাম মহিউদ্দিন লতিফী, মো. মনির হোসেন, আল্হাজ্ব মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরীসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও

বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর