Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষের বোতল হাতে ভাইভা বোর্ডে প্রার্থী!

ইবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৩ ২২:৪৪

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মালি নিয়োগের নির্বাচনি বোর্ডের সাক্ষাৎকারে এক প্রার্থী বিষের বোতল হাতে উপস্থিত হয়েছিলেন। সেখানে উপস্থিত হয়ে চাকরি না দিলে বিষ খাবেন বলে হুমকি দেন তিনি। ওই আবেদনকারীর নাম হাসমত। তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার বাসিন্দা।

শনিবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থনে উপস্থিত হন। এ সময় ওই প্রার্থীর অঙ্গীকারনামা নিয়ে বিষের বোতল প্রক্টরের দফতরে জমা রাখা হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ‘ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসেন। পরে ওসিকে খবর দেওয়া হয়। ওসির উপস্থিতে তার কাছে অঙ্গীকারনামা লিখে নেওয়া হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘দুপুরের দিকে উপাচার্যের একান্ত সচিব আমাকে বিষয়টি জানালে ঘটনাস্থলে যাই। আমি সেখানে গিয়ে দেখলাম একটি বিষের বোতল রাখা আছে। এরপর নিয়োগ বোর্ডের সদস্যদের মাধ্যমে জানতে পারলাম ওই লোক নিয়োগ পাওয়ার জন্য বিষের বোতল নিয়ে ভাইভা দিতে আসে। এমনকি সে নিয়োগ না দিলে বিষ খেতে উদ্যত হন। পরে আমরা বিষের বোতল এবং ওসির উপস্থিতিতে ওই লোকের অঙ্গীকারনামা লিখে প্রক্টর অফিসে জমা রেখেছি।’

এ বিষয়ে ইবি থানার ওসি আননূর যায়েদ বিপ্লব বলেন, ‘ওই লোকের অঙ্গীকারনামা ও বিষের বোতল বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে জমা রয়েছে। আমাদের কাছে তারা হস্তান্তর করেনি। হস্তান্তর করলে আইনি প্রক্রিয়ায় এগোতে পারব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

নিয়োগ প্রার্থী বিষের বোতল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর