Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঋণের কিস্তি দিতে না পেরে’ কৃষকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৩ ২০:২২

প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড়ে ঋণের চাপ সইতে না পেরে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গিয়েছে।

কৃষকের নাম ইসমাইল হোসেন (২৭)। তিনি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের সোনারইরখিল গ্রামের বাসিন্ধা মো. ইদ্রিসের ছেলে।

স্ত্রী সালেমা বেগম জানান, তার স্বামী বেশ কয়েকটি এনজিওর কাছে ঋণী। আয়ের সঙ্গে ব্যয় না মেলায় ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এমন অবস্থায় চারদিন আগে তার বাপের বাড়িতে কয়েকদিনের জন্য বেড়াতে আসেন।

কিস্তির টাকা পরিশোধের জন্য এনজিওর লোকজনের চাপ ও অভাব-অনটনে তিনি দিশেহারা হয়ে পড়েন।

গতকাল রোববার বিকেলে একই এলাকার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসেন ইসমাইল। এরপর তিনি বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় পাতাছড়া ইউপি সদস্য আমান উল্যাহ জানান, ছেলেটি কৃষি কাজ করে সংসার চালাত। এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে তিনি ঘর করেছিলেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও তিনি জানান।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, হতাশার কারণেই কৃষক ইসমাইল আত্মহত্যা করেছেন।

সারাবাংলা/একে

আত্মহত্যা ঋণের কিস্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর