Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৩ ২১:৪৪ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ ২১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আবহাওয়া অফিসের কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের দিকে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের করিমগঞ্জ থেকে ১৮.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, সিলেট থেকে ৩৫.৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, আসামের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে এবং সিলেটের ছাতক থেকে ৫৫.৭ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ দশমিক কিলোমিটার গভীরে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর