Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএমটিপি’র সভায় বক্তারা- শোককে শক্তিতে পরিণত করতে হবে

সারাবাংলা ডেস্ক
১৫ আগস্ট ২০২৩ ০১:১৬ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ ০২:২৯

জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (বিএমটিপি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জনস্বাস্থ্য ইনস্টিটিউট মিলনায়তনে ওই শোক সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। সেইসঙ্গে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএমটিপি’র সাধারণ সম্পাদক মো:আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করতে বঙ্গবন্ধুর আদর্শের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

বিজ্ঞাপন

সাবেক এই এমপি বলেন, জাতির পিতার আদর্শকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত করতে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। শোককে শক্তিতে পরিনত করে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। মূখ্য আলোচকের বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা: মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বঙ্গবন্ধুর চিকিৎসা নীতি বাস্তবায়নে জোর দেন।

মেডিকেল টেকনোলজি কোর্স তিন বছর থেকে ৪ বছরে উন্নীত করায় এবং বাংলাদেশ এ্যালাইড হেলথ প্রফেনাল শিক্ষাবোর্ডের নীতিগত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী, বিএমএ সভাপতি ও মহাসচিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিএমটিপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বেলাল। একই সঙ্গে তিনি নির্বাচনের পূর্বেই মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড ঘোষণার জন্য বিএমএ র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

বিজ্ঞাপন

শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা:তারিক মেহেদী পারভেজ, জনস্বাস্থ্য ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা: মো নাসির উদ্দিন ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ সাগর। সভার সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: গোলাম সারোয়ার। শোক সভার শেষে ১৯৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসএইচএস

বিএমটিপি