ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
রাশেদ বিন খালিদ বলেন, ‘সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাতে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়াও আগুনে দগ্ধ হয়েছেন আরও চার জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’
তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান রাশেদ।