Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে সংঘাতে ৩ মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৩ ১৩:০১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘাতের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়েছিল নিবন্ধনহীন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী ও খুলশী থানায় পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে মামলাটি তিনটি করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীর সারাবাংলাকে জানান, পুলিশের ওপর হামলা, কর্তব্যকাজে বাধা এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের হয়েছে।

এতে সংঘাতের সময় ঘটনাস্থল থেকে গ্রেফতার ৪০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া নগর জামায়াতের আমির মো. শাহাজাহানসহ পলাতক ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় নগরীর খুলশী থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে।

খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা সারাবাংলাকে জানান, মামলায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার উদ্যোগ নিলে পুলিশ জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এ সময় আটক করা হয় অন্তত ৪০ জনকে।

এ ঘটনায় জড়ো হওয়া কর্মীদের একটি অংশ দামপাড়ায় পুলিশ লাইনে সিএমপি সদর দফতরে এবং ধাওয়া দেয়া পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সারাবাংলা/আরডি/ইআ

গায়েবানা জানাজা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর