আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী : নওফেল
১৮ ডিসেম্বর ২০১৭ ১৬:২৬
চট্টগ্রাম ব্যুরো
কুলখানি চলাকালে পায়ের তলায় পিষ্ট হয়ে হতাহতদের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল।
গণমাধ্যমে তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
সোমবার দুপুরে এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি অনুষ্ঠানে পায়ের চাপায় পিষ্ট হয়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত জন।
মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন করা হয়। বন্দরনগরীর আসকার দিঘীরপাড়ে রিমা কমিউনিটি সেন্টারে সোমবার দুপুর ২টার পর এ দুর্ঘটনা ঘটে। কুলখানি উপলক্ষে নগর আওয়ামী লীগ ও পরিবারের পক্ষ থেকে দেড় থেকে দুইলাখ মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছিল।
এরমধ্যে রিমা কমিউনিটি সেন্টারে সংখ্যালঘুদের জন্য কুলখানির খাবারের আয়োজন করা হয়।
একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, রিমা কমিউনিটি সেন্টারে অনেক মানুষের ভিড় ছিল। পেছন থেকে হঠাৎ করে ধাক্কা শুরু হওয়ায় কিছু লোক গেটের ভেতরে পড়ে যান। এতে হতাহতের ঘটনা ঘটে।
সারাবাংলা/একে