সাঈদীর মৃত্যুতে শোক, চাকরি হারালেন মাদরাসা শিক্ষক
১৭ আগস্ট ২০২৩ ১৫:৫৪
চট্টগ্রাম ব্যুরো: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক প্রকাশ করার অভিযোগে এক মাদরাসা শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আযহারীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত আবু ছালেহ মো. যোবায়ের মাদরাসাটির ইবতেদায়ী শিক্ষক (গণিত) পদে অস্থায়ীভাবে কর্মরত ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপনি (যোবায়ের) ইবতেদায়ী শিক্ষক (গণিত) হিসাবে ১২ মার্চ থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অস্থায়ীভাবে কর্মরত। মাদরাসার কোনো শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থী রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না।
আপনি নিয়োগপত্রের চার ও ছয় নম্বর শর্ত ভঙ্গ করেছেন এবং আপনি জামায়াতে ইসলামি নামের রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তাই আপনাকে ইবতেদায়ী শিক্ষক (গণিত) পদ হতে ১৬ আগস্ট থেকে অব্যাহতি প্রদান করা হলো।
জানতে চাইলে মাদরাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দীন আযহারী সারাবাংলাকে বলেন, ‘এটা আমাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়। কীভাবে প্রকাশ হয়ে গেল বুঝতে পারছি না। যাই হোক উনি নিজেই বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে অব্যাহতি পত্র দিয়েছেন। আমরা সেই অব্যাহতি পত্র গ্রহণ করেছি। তার ফেসবুক আইডি তিনি বন্ধ করে দিয়েছেন।’
সারাবাংলা/আইসি/এনএস