Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামসুর রাহমান বাঙালির অনুপ্রেরণার উৎস পুরুষ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ১৬:৫৩

ঢাকা: কবি অসীম সাহা বলেছেন, আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান প্রাণপুরুষ কবি শামসুর রাহমান আছেন বাঙালির সমস্ত অস্তিত্ব জুড়ে। বাঙালি জাতিসত্তার ওপরে আঘাতের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি আমাদের অনুপ্রেরণার উৎসপুরুষ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অসীম সাহা বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে শামসুর রহমান আমাদের শক্তি যুগিয়েছেন। বর্তমানের জটিল সময়ে তার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। তিনি জাগতিক জীবনে অস্তিত্বহীন হলেও, তার কবিতা, তার সৃষ্টি আমাদের পাশে আছে। বাংলা কবিতা যতদিন থাকবে, তিনি থাকবেন আমাদের অস্তিত্বের সঙ্গী হয়ে।’

বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘শামসুর রাহমান ব্যক্তিমানসকে যুক্ত করেছেন বাঙালি জাতির দিগন্তপটে। তিনি সারাজীবন কবিতার মধ্য দিয়ে মূলত শুদ্ধতার সাধনা করেছেন।’

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘শামসুর রাহমান নিরন্তর কবিতার সাধনা করে গেছেন। তার সাধনায় বাংলা কবিতা বিশ্ব কবিতার মানচিত্রের সঙ্গে সাবলীল এবং বর্ণাঢ্যভাবে যুক্ত হয়েছে, যা আমাদের পরম গৌরবের বিষয়।’

বাংলা একাডেমির ভারপ্রাপ্ত সচিব ড. মো. হাসান কবীর বলেন, ‘কবি শামসুর রাহমান বাংলা সাহিত্যের বরেণ্য কবিই শুধু নন, তিনি ছিলেন বাংলা একাডেমির সম্মানিত সভাপতি। বাংলা একাডেমি পরিবার এ জন্য গর্বিত।’

অনুষ্ঠানের শুরুতে কবি শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী রফিকুল ইসলাম এবং শামসুর রাহমানের কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করেন অধ্যাপক আবু জাফর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর