Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির আলাওল হলে তালা, দেড় ঘণ্টা আটকা ৪ কর্মকর্তা

চবি করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ১৭:১৬

চট্টগ্রাম ব্যুরো: চার দফা দাবি আদায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের অফিসকক্ষে তালা দিয়ে চার কর্মকর্তাকে প্রায় দেড়ঘণ্টা আটকে রাখেন একদল ক্ষুব্ধ শিক্ষার্থী। পরে প্রাধ্যক্ষ্যের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে আলাওল হলের অফিসকক্ষে তালা দেয় শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে তালা খুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের চারদফা দাবি হলো- পানি ও ইন্টারনেট সমস্যার সমাধান, হলের নিরাপত্তা জোরদার এবং মাঠে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ।

আন্দোলনরত শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের ওয়াশরুমের পানি খেয়ে থাকতে হয়। ফিল্টারে পানি নাই। এটার কোনো সমাধান দেয় না। প্রত্যেকদিন হলের খেলার মাঠে বহিরাগতরা খেলা করে। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের অনেক তর্ক হয়। প্রশাসনকে বললেও কোনো সমাধান দেয় না।’

আরেক শিক্ষার্থী আলফাত রাব্বিকিয়ান মামুন বলেন, ‘দীর্ঘদিন ধরে হলে পানির সমস্যা। খাবার পানি নেই বললেই চলে। কয়েকদিন আগে বজ্রপাতে আমাদের হলের ওয়াইফাই সংযোগ নষ্ট হয়ে গেছে। কিন্তু মেরামত করছে না। তারা আমাদের আশ্বস্তও করছেন না। তারা শুধু বলে বাজেট পাশ হয়নি। বারবার বলার পরও সমস্যাগুলো সমাধান না করে আটকে রেখেছে। এ জন্য তালা দিয়েছি।’

আলাওল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ‘তাদের (আন্দোলনরত শিক্ষার্থী) সঙ্গে আমাদের কথা হয়েছে। ইন্টারনেট সমস্যার বিষয়ে আইসিটি বিভাগের সঙ্গে কথা হয়েছে। ফিল্টার তিন মাস আগেই নতুন লাগানো হয়েছে। সমাধানযোগ্য ইস্যুগুলো আগামী দুইদিনের মধ্যে সমাধান করা হবে। আমাদের একটু সময় দিতে হবে।’

সারাবাংলা/এমএ/ইআ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর