Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুধু বিডা’য় এলেই মিলবে ব্যবসার অনুমোদন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৩ ১৭:১৩

ঢাকা: দেশি- বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসার প্রক্রিয়া সহজ করাসহ প্রয়োজনীয় সহযোগিতার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। নতুন উদ্যোগের ফলে বিনিয়োগকারীদের সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পেতে সময় যেমন কম লাগবে তেমনি কমবে জটিলতা। এখন থেকে বিনিয়োগকারীদের বিভিন্ন অফিসে ঘুরতে হবে না। শুধু বিডা’য় এলেই মিলবে ব্যবসার অনুমোদন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসনের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিনিয়োগকারীদের সেবা আরও সহজ করে ব্যবসার পরিবেশ সৃষ্টি করতে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ‘একজন বিনিয়োগকারী যখন ব্যবসার জন্য এখানে (বাংলাদেশে) বিনিয়োগ করতে চান বা আসেন তখন তাকে লাইসেন্সসহ বিভিন্ন অফিসে যেতে হয়। প্রত্যেকটি অফিসে তাকে আলাদা আলাদা সময় ব্যয় করতে হয় এবং অনেক পদ্ধতি অনুসরণ করতে হয়। একেকটি সার্ভিস সেন্টারের ফ্যাসিলিটিস একেকরকম। আরও দেখা যায়, একই কাগজ ২০ অফিসে দিতে হয়। এতে করে ওই বিনিয়োগকারীর সময় যেমন নষ্ট হয় তেমনি পদ্ধতিগত জটিলতার মুখোমুখিও হতে হয়। এতে বিনিয়োগকারী ব্যবসার আগ্রহ হারিয়ে ফেলেন।’

তিনি বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের এই জটিলতা থেকে বের করতে চাই। ব্যবসা শুরু করতে বিনিয়োগকারীদের অনেক সাপোর্ট দরকার। সেই সাপোর্ট পেতে গিয়ে তাদের কাছ থেকে যে অসুবিধার কথা এতদিন শুনতাম, যে চ্যালেঞ্জের কথা আমরা শুনি সেগুলোকে সাতটা ক্যাটাগরিতে ভাগ করে একটা পরিকল্পনা করেছি। যা বাস্তবায়নে সাতটা টিম এখানে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘একই কাগজ যেন ১০ জায়গায় নিয়ে না ঘুরতে হয়। যার প্রয়োজন তিনি বিডায় জমা দেবে- সেখান থেকে চূড়ান্তভাবে অনুমোদন পাওয়া কাগজ সংগ্রহ করবে।’

এ প্রসঙ্গে বিডার চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, ‘বাংলাদেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো বিডার অন্যতম প্রতিশ্রুতি। আপনারা জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার ইতোমধ্যে ১০০ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা দিয়েছে এবং ৩৯টি হাইটেক পার্ক করা হবে। দেশি-বিদেশি দুই ধরনের ব্যবসায়ীদেরই যাতে দ্রুত সেবা দেওয়া যায় সে লক্ষ্য থাকবে আমাদের।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি ১৫০ প্রকার সেবা লাগে ৪৩টি মন্ত্রণালয় ও সংস্থা থেকে। এই সেবা পেতে অনেক সময় লাগে। আজ বৈঠক থেকে নির্দেশনা এসেছে, এই সেবা যত দ্রুত দেওয়া যায়। যেমন ভিয়েতনাম এসব সেবা দেয় ৩৫ দিনে। আমরা ৪০ দিনের মধ্যে দিতে পারব। এখন যেমন একজন বিনিয়োগকারীর ৩৫ ধরনের কাগজ লাগে। সেজন্য তাকে ওই ৩৫ প্রতিষ্ঠানে ঘুরতে হয়। এখন সেসব দরকার হবে না। তাকে শুধু বিডাতে এলেই হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ওয়ান স্টপ সার্ভিস চালু রয়েছে তাতে করে বেশিরভাগ সেবা ২৪ ঘণ্টার মধ্যে এবং সর্বোচ্চ ১৬ দিনের মধ্যে এই সেবা পেয়ে থাকেন বিনিয়োগকারীরা। এখানে সেবার পরিধি আরও বাড়ানো হবে।’

বিডার নতুন উদ্যোগে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইম্প্রুভমেন্ট (বিআইসিআই) নামে একটি কমিটি গঠন হবে বলে জানান তিনি। এ ছাড়া সাত ক্যাটাগরিকে সামনে রেখে কাজ করবে বিডা। এর জন্য আরও কমিটি গঠনের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

উল্লেখ্য, বর্তমানে ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে ২৩ প্রতিষ্ঠানের ৬৭টি বিনিয়োগ সেবা দিয়ে আসছে বিডা। উদ্যোগ বাস্তবায়ন হলে ৪৪টি প্রতিষ্ঠানকে ১৫৫টি বিনিয়োগ সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/জেআর/পিটিএম

অনুমোদন টপ নিউজ বিডা ব্যবসা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর