চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে বোন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে পটিয়া পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌকি এলাকার ঈদগাহ মাঠের পাশে পদ্ম পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— কুমিল্লা জেলার কচুয়া থানার দৌলতপুর এলাকার সেলিম উদ্দিনের মেয়ে রুমা আকতার (৮) ও সুবর্না আকতার সোমা (৬)। তারা পটিয়ায় ভাড়া বাসায় থাকতেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, ‘পুকুরে গোসল করতে নেমে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। একই সময়ে ওই পুকুরে আরও এক শিশু তাদের সঙ্গে গোসল করতে গিয়ে ডুবে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।’
তিনি জানান, পরে স্থানীয়দের সহযোগিতায় রুমা ও সোমাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশের সুরতাহাল শেষে তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।