ঢাকা: দেশের কৃষিবিদদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি (কেএফএইচ)’র বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি বছর ধরে প্রতিমাসে প্রায় ১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে। অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা এই শিক্ষাবৃত্তি পেয়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।
শুক্রবার (১৮ আগস্ট) সংগঠনটির এক বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, আজীবন সদস্য ও দাতাদের সম্মাননা দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটির শিক্ষাবৃত্তির আওতায় রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী, পরিশ্রমী আর অদম্য ইচ্ছাশক্তির মন্ত্রে বলীয়ান ১৫ শিক্ষার্থী। ২০২২ সাল থেকে এই শিক্ষাবৃত্তির কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের কেএফএইচ থেকে প্রতিমাসে আড়াই হাজার টাকা শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন স্বপন বলেন, সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে অপেক্ষমাণ তালিকা থেকে অন্যান্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আওতায় আনা সম্ভব।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মো. রফিকুল আলম খান জিমি বলেন, মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি নিজেরাও যেনো মানবিক কাজে সম্পৃক্ত থেকে সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকতে পারে সে বিষয়ে সচেষ্ট হতে পরামর্শ প্রদান করেন।
শিক্ষাবৃত্তি কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ ওয়াহেদুজ্জামান বাবলু তার বক্তব্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। কেএফএইচ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ মনিরুল ইসলাম মিলন তার বক্তব্যে শিক্ষাবৃত্তির ডোনারদেরকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত বৃত্তি প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আজীবন সদস্য প্রকৌ. মোহাম্মদ মিজানুর রহমান, তার বক্তব্যে শিক্ষার্থীদের পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন ও মানবিক মানুষ হওয়ার আহবান জানান। এছাড়া শিক্ষাবৃত্তির ডোনারগণও তাদের বক্তব্যে ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি ও বিএফআরআই এর সাবেক মহাপরিচালক ড. মো. গোলাম হোসেন। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের অন্যান্য কার্যক্রমের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সিনিয়র সচিব ড. মেসবাহুল আলম সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্রদের মাঝে বৃত্তি প্রদানসহ নানান জনসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটিকে বিশেষ ধন্যবাদ জানান। কেএফএইচ চেয়ারম্যান এবং অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম বলেন, দেরিতে হলেও উপদেষ্টামণ্ডলী, আজীবন সদস্য এবং শিক্ষাবৃত্তি ডোনারদের সম্মাননা প্রদান করতে পেরে আনন্দবোধ করছি। এছাড়াও এ কার্যক্রম দেশের সুবিধাবঞ্চিত কতিপয় মেধাবী ছাত্রের সংগ্রামী জীবন অনেকটাই সহজ করে তুলবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে কেএফএইচ থেকে প্রাপ্ত বৃত্তি তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করছে বলে জানান।
উল্লেখ্য, কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউমিনিটি কৃষিবিদদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০২১ সাল থেকে সারা দেশে তাদের নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছে।