Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় বদলে গেছে, বিএনপি নেতারা এখন সুবোধ বালক

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৩ ২১:৫৩

চট্টগ্রাম ব্যুরো: সময় বদলে যাওয়ায় বিএনপি নেতারা এখন সুবোধ বালকের মতো আচরণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাঙ্গুনিয়া পৌরসভার ‘নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদার।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘সময় বদলে গেছে, যারা মানুষ পোড়ানোর রাজনীতি করে, হরতাল-অবরোধের রাজনীতি করে গাড়ি ভাঙচুর করে সেই বিএনপির সঙ্গে এখন আর বিদেশিরাও নেই। সরকারের কঠোর অবস্থান এবং আমাদের নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার কারণে বিএনপি নেতারা এখন সুবোধ বালকের মতো আচরণ করছেন।’

‘বিএনপি এখন লিফলেট বিতরণ এবং হাঁটা কর্মসূচি দিয়েছে। সম্ভবত এরপর দৌড়ানি অথবা বসা কর্মসূচি দেবে। তবে যদি মানুষকে হয়রানি আর গাড়ি পোড়ানোর অপচেষ্টা করা হয়, মানুষের সহায় সম্পত্তি নষ্টের অপচেষ্টা চালায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার জঙ্গিবাহিনী ১৭ আগস্ট সারাদেশের পাঁচশ জায়গায় বোমা ফাটিয়েছিল। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫৬০ জায়গায় মসজিদ নির্মাণ করেছেন। আমরা নতুন নতুন মসজিদ বানায় আর তারা বায়তুল মোকারমে কোরআন শরিফ পোড়ায়। আমরা স্কুলের বাচ্চাদের বিনামূল্যে বই দিই, আর ওরা বই পোড়ায়, গাড়ি ও মানুষ পোড়ায়। এটিই হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য।’

বিজ্ঞাপন

‘বাংলাদেশে বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ও বুদ্ধিজীবী পরিচয়ে কিছু মানুষ শেখ হাসিনার প্রশংসা করতে পারে না। আর কিছু মানুষ আছে উন্নয়ন দেখতে পারে না। দেশ যে বদলে গেছে সেটি তারা দেখলেও স্বীকার করে না।’

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এমরুল করিম রাশেদ ও মাহমুদুল হাসান বাদশার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, জহির আহমেদ চৌধুরী, আবুল কাশেম চিশতি, শাহজাহান সিকদার, মুহাম্মদ আলী শাহ, ইদ্রিছ আজগর, আকতার হোসেন খান।

সারাবাংলা/আরডি/একে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর