খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে: বুলু
১৮ আগস্ট ২০২৩ ২৩:১৪
চট্টগ্রাম ব্যুরো : বেগম খালেদা জিয়ার পা ধরে মাফ না চাইলে বর্তমান সরকারের ‘শেষরক্ষা’ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর কাজীর দেউড়ির নুর আহম্মেদ সড়কে কেন্দ্রঘোষিত গণমিছিলপূর্ব সমাবেশে তিনি একথা বলেন। সরকারের পদত্যাগের একদফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ‘এই সরকার প্রতিহিংসার কারণে তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়েছে। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান উচ্চতর ডিগ্রিধারী। তাদের পরিবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে। তাকেও মিথ্যা মামলার আসামি করে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমানকে যখন ৫০ লাখ মানুষ দেশে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই তাকে আরেক মামলায় সাজা দেওয়া হয়েছে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই বাংলাদেশে আপনাদের শেষরক্ষা হবে না। বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছেন। খালেদা জিয়ার পা ধরে মাফ চাইতে হবে। এছাড়া আপনাদের কোনো গতি নেই।’
তিনি বলেন, ‘একদিনের ঘোষণায় লাখ লাখ মানুষ গণমিছিলে যোগ দিয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির রাজনীতিতে জনগণ একতাবদ্ধ। আর এতেই প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও জোবাইদা রহমানকে সাজা দিচ্ছে।’
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু পরবর্তী ঘটনার প্রতি ইঙ্গিত করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘মানুষ এখন জানাজার নামাজও পড়তে পারে না। সামনে এমন দিন আসবে, আমার মনে হয় শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নিয়ে নামাজ পড়তে হবে। আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে চাই। আমাদের এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বিদায় নেন। অন্যথায় পালানোর পথ পাবেন না।’
নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর কমিটির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুন অর রশিদ, নির্বাহী কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সারাবাংলা/আরডি/একে