চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের অভিজাত পেনিনসুলা হোটেলে সপ্তাহব্যাপী ‘আদিবাসী খাদ্য উৎসব’ চলছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে পেনিনসুলার মহাব্যবস্থাপক সুমেধা গুণবর্ধন ‘আদিবাসী খাদ্য উৎসবের’ উদ্বোধন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মারমা, ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রামের ‘আদিবাসী’ সম্প্রদায়ের বৈচিত্রময় খাবার নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। স্পাইসি ব্যাম্বু শুট সালাদ, শুটকি ভর্তা, কলা পাতায় মোড়ানো মাছ, মাটন ব্যাম্বু বিরিয়ানি, র্যাম্বো গুলাব জামুনসহ শতাধিক পদ পরিবেশন করা হচ্ছে।
পেনিনসুলার লেগুনা রেস্টুরেন্টে ‘আদিবাসী’ খাবারের বুফে সেটআপের দাম ধরা হয়েছে ৩২০০ টাকা। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীদের জন্য আছে ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’অফার। ২৩ আগস্ট পর্যন্ত বিশেষায়িত এই খাদ্য উৎসব চলবে।