Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রায় বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৩ ১৬:৫৪

ঢাকা: কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।

শনিবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টন থেকে এ পদযাত্রা শুরু হয়।

ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপির উদ্যোগে আয়োজিত এ পদযাত্রা কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

কেন্দ্রঘোষিত এ পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালি, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকনসহ দলের কেন্দ্রীয় নেতারা।

পদযাত্রা শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ পদযাত্রায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। পদযাত্রার অগ্রভাবে আছে জাতীয়তাবাদী মহিলা দল। এরপর পর্যায়ক্রমে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনগুলোর নেতা-কর্মী সমর্থকরা। তারা শেখ হাসিনার পদত্যাগ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিল দিচ্ছেন।

সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তিতে থাকা বিএনপির চেয়ারপারসন বর্তমানে এভারকেয়ার হাসপালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসকদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য। দলের পক্ষ থেকেও একই কথা বলা হচ্ছে বারবার।

বিজ্ঞাপন

কিন্তু আইনি বাধ্যবাধকতা থাকায় বিএনপির এই দাবি আমলে নিচ্ছে না সরকার। এমন পরিস্থিতিতে রাজপথে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে বিএনপি।

সারাবাংলা/এজেড/এমও

খালেদা জিয়া পদযাত্রা বিএনপি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর