মোবাইল ব্যাংকিংয়ের দুই কর্মকর্তাকে গুলি করে ২৫ লাখ টাকা লুট
১৩ মে ২০১৮ ১৭:৩১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গাজীপুর চৌরাস্তায় মোবাইল ব্যাংকিংয়ের দুই কর্মকর্তাকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন, বিকাশের হিসাব রক্ষক ইকবাল হোসেন (৩৩) ও রবি কোম্পানির হিসাব রক্ষক আসাদুজ্জামান (২৭)।
জুমাদ্দার এন্টারপ্রাইজের রবির ম্যানেজার রিয়াজ উদ্দিন জানান, সকালে অফিস থেকে একটি ব্যাগে ২৫ লাখ টাকা নিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় ইউসিবি ব্যাংকে জমা দিতে গিয়েছিলেন তারা। ব্যাংকের নিচে পৌঁছালে দুইটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ইকবালের বাম পায়ে দুইটি ও আসাদুজ্জামানের কোমরে একটি গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা টাকার ব্যাগটি নিয়ে যায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সারাবাংলা/এসআর/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook